উখিয়ায় ১৪ এপিবিএনের গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান: অস্ত্র, গুলি ও বোমা সদৃশ বস্তুসহ নারী রোহিঙ্গা আটক

মোহাম্মদ হোসেন সুমন:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। অভিযানে এক নারী রোহিঙ্গাকে হাতেনাতে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৬ আগস্ট) গভীর রাতে ১৪ এপিবিএনের একটি চৌকস দল, সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সহায়তায়, উখিয়ার একটি নির্দিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই নারীকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ৮ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি বোমা সদৃশ বিস্ফোরক বস্তু উদ্ধার করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, আটককৃত নারী রোহিঙ্গা দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় সক্রিয় সন্ত্রাসী চক্রের সঙ্গে যুক্ত থেকে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

১৪ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) জানান, “রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী, অস্ত্র ও মাদক চক্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কেউই আইনের আওতার বাইরে নয়।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নারীটি সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ১৪ এপিবিএন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *