দি পিরোজপুর আরবান কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হওয়ার সম্ভাবনা

পিরোজপুর প্রতিনিধি:


দি পিরোজপুর আরবান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির আসন্ন নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা সমবায় কার্যালয়ের অধীনে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিটির তত্ত্বাবধানে ৬ ও ৭ আগস্ট মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হয়।

নির্বাচন কমিটির সভাপতি ও নেছারাবাদ উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ হাসান রকি জানান, ব্যবস্থাপনা কমিটির ১২টি পদের বিপরীতে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে একজন সভাপতি, একজন সহ-সভাপতি, একজন সম্পাদক ও নয়জন পরিচালক/সদস্য পদের প্রার্থী রয়েছেন।

তিনি আরও জানান, প্রতিটি পদের জন্য একজন করে প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করায় কোনো প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা নেই। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ আগস্ট এবং যাচাই-বাছাই হবে ১৪ আগস্ট। যাচাইয়ে কোনো মনোনয়ন বাতিল না হলে সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

জেলা সমবায় কার্যালয় জানিয়েছে, পুরো নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং সমবায় আইন যথাযথভাবে অনুসরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *