অষ্টগ্রামে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এ আর সুমন:


গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যাকাণ্ডের প্রতিবাদে, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

শনিবার (৯ আগস্ট) দুপুর ৩টায় অষ্টগ্রাম উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব ও অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন—

  • বাবু দেবপদ চক্রবর্তী, সভাপতি, অষ্টগ্রাম প্রেসক্লাব

  • মোঃ শাহীন মিয়া, সভাপতি, অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব

  • রেজাউল করিম সেলিম, সহ-সভাপতি, অষ্টগ্রাম প্রেসক্লাব

  • ঝুটন মিয়া, সহ-সাধারণ সম্পাদক, অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব

  • মোঃ মাহবুব আলম, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ, অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব

  • বিপ্লব দেব রনি, সহ-সাংগঠনিক সম্পাদক, অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব

  • আল আমিন মিয়া, সদস্য, অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব

অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শাহীন মিয়া বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ আজ সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই। চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যখনই সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেন, তখনই সাংবাদিকদের হামলা-মামলা, হুমকি ও হত্যার শিকার হতে হয়।

গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে চাপাতি বাহিনী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে, সেটি নতুন নয়। এর আগে আনোয়ার হোসেন নামে আরেক সাংবাদিককে পুলিশের সামনেই হাত-পা থেঁতলে দিয়েছে সন্ত্রাসী বাহিনী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সারাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা, হুমকি ও হত্যার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন সাংবাদিকরা। বক্তব্যে তুহিন হত্যার সাথে সাংবাদিক সাগর-রুনি সহ দেশের সকল সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা-মামলা ও হত্যায় জড়িত সকল আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে সারাদেশের সাংবাদিক মিলিত হয়ে বৃহৎ আন্দোলনের হুশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *