দিনের আলোতে কুপিয়ে হত্যা— কুমিল্লায় সাংবাদিক তুহিনের জন্য শোক-প্রতিবাদের ঢল

মোঃআনজার শাহ:

 

গাজীপুরের রোদমাখা দুপুরে প্রকাশ্যে কুপিয়ে ফেলা হলো এক সাহসী কলমযোদ্ধাকে। নীরব হলো তার প্রাণ, কিন্তু থামেনি তার সত্য বলার আহ্বান— তা গর্জে উঠেছে কুমিল্লায়, শোকের সাথে ক্ষোভ মিলিয়ে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এক আবেগঘন মানববন্ধন। আয়োজন করে কুমিল্লা রিপোর্টার্স ক্লাব। হাতে কালো ব্যাজ, হৃদয়ে ক্ষতের দাগ— উপস্থিত সাংবাদিকরা শোককে শক্তিতে রূপ দিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন,“আসাদুজ্জামান তুহিন শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন সত্যের সৈনিক। দিনের আলোতে এমন নির্মম হত্যাকাণ্ড শুধু একজন মানুষকে নয়, গণমাধ্যমের স্বাধীনতাকেই হত্যা করেছে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা তুহিন হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

সহকর্মীদের চোখে জল আর কণ্ঠে কাঁপন নিয়ে তুহিনের স্মৃতি ফুটে ওঠে— “তিনি নির্ভীক ছিলেন, সত্যের পক্ষে ছিলেন। আমরা তাকে হারালাম, কিন্তু তার পথ থেকে সরে যাবো না।”

কর্মসূচির শেষে নিহত তুহিনের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেই নীরবতায় যেন কুমিল্লার আকাশও শোক জানায় এক নির্ভীক সংবাদযোদ্ধাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *