এইচ এম হাকিম:
আওয়ামী লীগ সরকারের পালা বদলের পর সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সকল দলের প্রার্থীরা মাঠ গুছাতে সক্রিয় হয়ে উঠেছে।
সারা দেশের ন্যায় বাগেরহাট-১ আসনে মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন বাগেরহাট আইনজীবী সমিতির বারংবার নির্বাচিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বারংবার কারাবরণকারী বিএনপি নেতা শেখ ওয়াহিদুজ্জামান দিপু।
বাগেরহাট জেলা বিএনপি সহ তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মাঝে দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে ভূমিকা পালন করে চলেছেন শেখ ওয়াহিদুজ্জামান দিপু।
বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্যাহাট, চিতলমারী) উপজেলার বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে দল-মত নির্বিশেষে মানবতার দৃষ্টান্ত স্থাপন করে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে খেতাব অর্জন করতে সক্ষম হয়েছেন শেখ ওয়াহিদুজ্জামান দিপু।
তার রাজনৈতিক দীর্ঘ ক্যারিয়ারে বিএনপির জন্য ত্যাগ স্বীকার এবং এলাকায় মানবিক দৃষ্টান্ত স্থাপনের কারণে এবারের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে শেখ ওয়াহিদুজ্জামান দিপুকে মনোনয়ন দেওয়ার জন্য দাবি জানিয়েছেন বাগেরহাট-১ আসনের বাসিন্দারা।
যদি এবারও শেখ ওয়াহিদুজ্জামান দিপুকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়, তবে তাকে বিপুল ভোটে নির্বাচিত করে বিএনপিকে বাগেরহাট-১ আসন উপহার দেবেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে ফকিরহাট উপজেলার আব্দুর রাজ্জাক নামের এক মৎস চাষি জানিয়েছেন, “শেখ ওয়াহিদুজ্জামান দিপু ভাই আমাদের এলাকার সন্তান। বিগত দিনগুলোতে কেউ বিপদে পড়লে তার কাছে গেলে তিনি কাউকে খালি হাতে ফেরত দিয়েছেন এমন নজির খুব কম আছে। তিনি দল-মত নির্বিশেষে মানবসেবায় কাজ করে চলেছেন।”
এ বিষয়ে চিতলমারী উপজেলার কৃষক আব্দুর রহিম বলেন, “দিপু ভাই সব সময় বাগেরহাটবাসীর স্বার্থ রক্ষার্থে রাজনীতি করেন। তিনি অন্য রাজনৈতিক নেতাদের মতো নন। তার কাছ থেকে সকল প্রকার আইনি সুযোগ-সুবিধা বিনা মূল্যেই ভোগ করা যায়। তিনি যদি বিএনপি থেকে মনোনয়ন পান, জনগণ তাকে বিপুল সংখ্যক ভোট দিয়ে নির্বাচিত করবে। ২০০৮ সালে তিনি শেখ হাসিনার বিপক্ষে বিএনপি থেকে প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে বিপুল ভোট পেয়েছেন। জুলুমকারী হাসিনার পতন হয়েছে। ঐ সময়ে দিপু ভাই শেখ পরিবারের অনেক নির্যাতন সহ্য করেছেন। তাই বিএনপির জাতীয় পর্যায়ের নেতাদের কাছে দাবী একটাই, এবারও শেখ ওয়াহিদুজ্জামান দিপুকে বিএনপি থেকে দলীয় মনোনয়ন দেওয়া হোক।”
মোল্যাহাটের ছাত্রনেতা ফুরকান বলেন, “শেখ ওয়াহিদুজ্জামান দিপু বিগত দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় নেতা-কর্মিদের নামে যতো মামলা হয়েছিল সব তিনি নিজ খরচে মেকাবিলা করেছেন এবং নেতা-কর্মিদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন, এখনো নিচ্ছেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু ভাই আমাদের বাগেরহাট-১ আসনের এমপি হলে তিনি জনগণের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারবেন বলে আশা করি।”
ফকিরহাট, মোল্যাহাট, চিতলমারী উপজেলার বিএনপি সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে বাগেরহাট-১ আসনের নেতা-কর্মীদের সাথে কাজ করে চলেছেন শেখ ওয়াহিদুজ্জামান দিপু।
বাগেরহাট-১ আসনের এলাকাবাসী দলের হাইকম্যান্ডের কাছে দাবি তুলেছেন শেখ ওয়াহিদুজ্জামান দিপুকে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু কি পেতে পারেন বিএনপির দলীয় মনোনয়ন!!