জামায়াত নেতার মর্মান্তিক মৃত্যু – ঘাতক মাইক্রোবাস আটক

বরিশাল ব্যুরো:

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা কর্ম পরিষদের সদস্য আবু তালেব সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ৮ আগস্ট শুক্রবার সাড়ে ১২টার দিকে মাদ্রাসার শিক্ষক আবু তালেব তার নিজ বাড়ি মোড়াকাঠী গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে রওয়ানা হন। ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বন্দরের রাস্তা পারাপারের সময় ঘাতক মাইক্রোবাসটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে।

এ সময় স্থানীয়দের সহায়তায় ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেলটি ধ্বংসপ্রায় মুচড়ে যায় এবং চালক শিক্ষক আবু তালেবের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে যান। কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।

শিক্ষা ও জামায়াতে ইসলামী নেতার মৃত্যুতে বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, উপজেলা আমীর আব্দুল খালেক, উপজেলা সেক্রেটারি মোঃ খোকন সরদার, কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুখতার হোসাইনসহ সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ, বামরাইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি শোক প্রকাশ করেন। এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *