টাঙ্গাইলে মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল সদর উপজেলায় মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৯ আগস্ট) সকালে ভার্চুয়ালি টাঙ্গাইল সদর উপজেলায় মিনি স্টেডিয়ামসহ দেশের ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নবনির্মিত স্টেডিয়ামগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, মাঠগুলোতে ক্রীড়াবিদরা নিয়মিত খেলাধুলা করতে পারবেন। উপজেলা পর্যায়ে মাঠগুলো ব্যবহার হলে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় পাওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে যেসব মাঠ নির্মাণাধীন রয়েছে সেগুলোর কাজ দ্রুত শেষ হবে। পাশাপাশি দেশের যেসব উপজেলায় স্টেডিয়াম নেই, সেগুলোতেও স্টেডিয়াম নির্মাণ করা হবে।

এ সময় টাঙ্গাইল সদর উপজেলা প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন, দাইন্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *