স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে উত্তর ভূইগর সমাজকল্যাণ পরিষদ (পঞ্চায়েত কমিটি) প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করে। উত্তর ভূইগর খোকন মার্কেট সভায় বক্তব্য রাখেন সমাজকল্যাণ পরিষদ (পঞ্চায়েত কমিটি) সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক এডভোকেট মাওলানা জাকির হামিদী। বক্তব্যে তিনি বলেন, আমরা বাংলাদেশের ৬৪টি জেলার লোক এখানে বাস করি। আমরা দেশের বিভিন্ন জেলা থেকে এসে এখানে বাড়ি করেছি, যাতে শান্তিতে বসবাস করতে পারি। কিন্তু আমাদের শান্তি নেই—আমাদের শান্তি কেড়ে নিয়েছে কিছু মাদক ব্যবসায়ী, কিছু মাদক সেবনকারী, কিছু চোর, কিছু ছিনতাইকারী ও কিছু দুষ্কৃতকারী। তারা সংখ্যায় খুবই কম; আমরা যদি ঐক্যবদ্ধ হই, এই দুষ্কৃতকারীরা ভালো না হয়ে উপায় থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন উত্তর ভূইগর সমাজকল্যাণ পরিষদ (পঞ্চায়েত কমিটি) যুগ্ম সম্পাদক আলহাজ্ব সেলিম ভুঁইয়া। তিনি বলেন, আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে এখানে বাড়ি করেছি। বিগত সরকারের জনপ্রতিনিধি, কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও চেয়ারম্যানদের উদ্দেশে তিনি বলেন, আমরা অবহেলিত—কুতুবপুর ইউনিয়নের অন্যান্য এলাকার মতো এখানে উন্নয়ন হয়নি। উন্নয়ন না হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধু মাদক ব্যবসায়ী মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে নিজেদের ক্ষতি নিজেরাই করছে। উল্লেখ করে, তাদেরকে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান।
আরও বক্তব্য রাখেন উত্তর ভূইগর সমাজকল্যাণ পরিষদ (পঞ্চায়েত কমিটি) আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খায়রুল আহসান মিন্টু। তিনি বলেন, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং যারা তাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে প্রতিরোধ করার লক্ষ্যে সমাজকল্যাণ পরিষদ (পঞ্চায়েত কমিটি)-এর সাথে সকলকে সম্পৃক্ত হয়ে পরিষদকে শক্তিশালী করতে হবে। তবেই সকল মাদক ব্যবসায়ী, চুরি, ছিনতাই, ডাকাতি, অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ সম্মিলিত চেষ্টার মাধ্যমে সহজ এবং সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আরও বক্তব্য রাখেন সমাজকল্যাণ পরিষদ (পঞ্চায়েত কমিটি) প্রচার সম্পাদক শিবলী রহমান তামিম শিকদার। উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলমগীর শরীফ, সমাজকল্যাণ পরিষদ (পঞ্চায়েত কমিটি)-এর নেতৃবৃন্দ।