ফেসবুকে ইলিশ বিক্রির নামে চলছে প্রতারণা, গ্রেপ্তার ২

বরিশাল ব্যুরো:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. সিফাত মোল্লা (২৫) ও মো. মাসুম বেগ (২৫)।

শুক্রবার (৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান জানান, গত ৫ জুলাই সকাল সাড়ে দশটার দিকে এক ব্যক্তি ‘চাঁদপুর ইলিশ ঘাট’ নামের একটি পেজে ইলিশ মাছের লোভনীয় বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে তিনি পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন। পরে বিভিন্ন কৌশলে প্রতারকরা তাকে ইলিশ ক্রয়ের আশ্বাস দিয়ে মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে বিভিন্ন নম্বরে টাকা পাঠাতে বাধ্য করে। এভাবে তার কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন।

ডিএমপির উপ-কমিশনার জানান, তদন্তে প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় নড়াইল সদর থানার রতনগঞ্জ বাজার থেকে মো. সিফাত মোল্লাকে ও পরদিন বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সোয়া ৫টা ১৫ মিনিটে কালিয়া থানা এলাকা থেকে মো. মাসুম বেগকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *