হাসান আলী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একক কোনো রাজনৈতিক দল বা সরকারই সক্ষম নয়। বরং দেশকে গঠনমূলক পথে এগিয়ে নিতে হবে জাতীয় ঐক্য ও সকল মানুষের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে। তিনি বলেন, বিদেশে গিয়ে বাংলাদেশি প্রবাসীরা যখন উন্নত দেশগুলো দেখেন, তখন তারা অন্তরে একটাই কথা ভাবেন — “কاش আমাদের দেশও এমন হতো।”
শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপির এই প্রধান নেতা। তারেক রহমানের ভাষায়, “আপনারা যখন উন্নত দেশগুলোতে যান, সেখানে গেলে ছোট একটি দীর্ঘশ্বাস হয়, ‘ইশ, বাংলাদেশটা যদি এমন হতো।’ কিন্তু এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে শুধু একটি দল বা সরকার যথেষ্ট নয়; এর জন্য দেশের প্রতিটি মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”
উন্নয়ন ও ঐক্যের প্রয়োজনে গুরুত্ব আরোপ
তারেক রহমান বলেন, “বাংলাদেশ আমাদের সবার। তাই দেশের উন্নয়নের জন্য প্রয়োজন সার্বিক ঐক্য এবং সকল স্তরের জনগণের অংশগ্রহণ। প্রত্যেকেই যদি সামান্য হলেও অবদান রাখতে পারেন, তবে দেশের অগ্রগতি দ্রুততর হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি যখন দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ৩১ দফা প্রস্তাবনা দিয়েছিল, তা কেবলমাত্র একটি দলের বিষয় নয়; এটি সকল রাজনৈতিক দলের সম্মিলিত কাজ ও জনগণের সহযোগিতায় বাস্তবায়িত হতে পারে। যারা বর্তমানে ক্ষমতাসীন, তাদেরও উচিত ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং দেশের কল্যাণে দিকনির্দেশনা দেওয়া।”
দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “বর্তমান সময়ে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে রাজনৈতিক কলহ ও বিভাজনের কারণে। এই বিভাজন কাটিয়ে ওঠার জন্য দরকার জাতীয় ঐক্য, যা দেশের সার্বিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং উন্নয়নকে ত্বরান্বিত করবে।”
তিনি আশা প্রকাশ করেন, “সব রাজনৈতিক দল যদি নিজেদের স্বার্থের উপরে দেশের স্বার্থকে প্রাধান্য দেয়, তাহলে বাংলাদেশ দ্রুত উন্নত বিশ্বের কাতারে স্থান করে নিতে পারবে।”
জনগণের সমর্থন ও ঐক্যের প্রতি আহ্বান
বিএনপির এই শীর্ষ নেতা সমগ্র দেশের মানুষের কাছে আহ্বান জানিয়ে বলেন, “দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। পারস্পরিক মতভেদের কারণে যদি আমরা বিভক্ত থাকি, তবে জাতি কখনোই সাফল্য অর্জন করতে পারবে না।”
তাঁর কথায়, “সর্বস্তরের জনগণ, রাজনৈতিক দল, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সমাজের সব শ্রেণি একসাথে কাজ করলে দেশ অনেক দ্রুত এগিয়ে যাবে।”