বরিশাল ব্যুরো:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলার চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের ভোটকেন্দ্র প্রতিনিধিদের নিয়ে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ৮টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে।
অ্যাডভোকেট হেলাল আরও বলেন, “গত ৫৪ বছর মানুষ সব দলের শাসন দেখেছে, এখন ইসলামী শাসন দেখতে চায়। সব দলের শাসন শেষ, জামায়াতে ইসলামের বাংলাদেশ।”
এছাড়া তিনি আরও বলেন, “আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করা হবে।”