মোঃ সিফাত হোসাইন:
ঢাকার ডেমরা থানার ৬৯ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে গতকাল (৯ আগস্ট) একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচির গুরুত্বপূর্ণ রূপরেখা সংবলিত লিফলেট সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়।
এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি রাজনৈতিক সচেতনতা বাড়ানো ও দলের গুরুত্বপূর্ণ বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া। ডেমরা থানা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত নেতা মোঃ আনিসুজ্জামান ও যুবদলের আহ্বায়ক ডা. রফিকের নেতৃত্বে আয়োজিত এই বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা মোতাবেক এবং দেশের পরিবেশ ও জনসাধারণের কল্যাণে সংগঠিত এই উদ্যোগে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা বিএনপির অভিভাবক, জাতীয়তাবাদী দলের বিশিষ্ট নেতা আলহাজ্ব নবী উল্লাহ নবী। তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, “গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমাদের নেতাকর্মীদের একত্রিত হয়ে দেশের স্বার্থে ও মাটির সম্মান রক্ষার্থে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৭ দফার সংশোধনী ও সম্প্রসারণীয় রূপরেখার সফল বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি দমন, সংবিধান সংস্থা সুষ্ঠু কার্যক্রম, বেকার ভাতা প্রদানের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং গণতান্ত্রিক, অর্থনৈতিক মুক্তি অর্জনে অগ্রগতি সম্ভব হবে।”
নবী উল্লাহ নবী বলেন, “২০১৮ সালের জাতীয় নির্বাচনে ০৫ আসনে জনতার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সফল এমপি নির্বাচিত হওয়ার পর থেকে তিনি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সকল গণমানুষের কাছে আহ্বান জানান— ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে দেশের সঠিক নেতৃত্ব গঠনে সহায়তা করুন।”
কর্মসূচির শেষ পর্যায়ে বিএনপির ৩১ দফা রূপরেখাসহ উন্নয়নমূলক বার্তা সংবলিত লিফলেট বিতরণ করা হয়, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।