গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করার প্রতিবাদেমানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

মোঃ মুজাহিদুল ইসলাম: 

রবিবার (১০ই আগস্ট ২০২৫) সকাল ১১টায় নগরীর বোর্ডবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি শামসুদ্দিন জুয়েল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, গাছা থানা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হাজারী, গাছা থানা জামায়াতের আমীর মিয়াজ উদ্দিন মাস্টার। এছাড়া সিনিয়র সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল, মুক্ত বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, মাই টিভির প্রতিনিধি আজাদ, খবর পত্রিকার সাংবাদিক বশির আলম মাল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনির, যাযা দিন পত্রিকার সাংবাদিক রাজিব, গাজী মামুন, সাংবাদিক রবিউল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজের টঙ্গী প্রতিনিধি আশিক, সকালের সময় পত্রিকার টঙ্গী প্রতিনিধি জসিম উদ্দিন জুয়েল, মাহবুব জিলানী, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল মতিন, সাংবাদিক নুরুল হক, বিলকিস আক্তার রুবি, মোঃ পাপেল মিয়া, শিল্পী বেগম, আবু সাঈদ মৃধা, ইফতেখার, আনিসুল ইসলাম, সাংবাদিক মিজান, রাজীব ডাকুয়া, মাহবুব আলম জুয়েল, মহিউদ্দিন ইরাক, শামীম রেজা, ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা গাজীপুর মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাধীন মতপ্রকাশের সুযোগ ও নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার আসাদুজ্জামান তুহিনের বিচারের দাবি জানান। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা আরও বলেন, স্বাধীনতা অর্জনের পর থেকে সংবাদ প্রকাশের কারণে যে সকল সাংবাদিক নিহত, নির্যাতন ও মামলা-হামলার শিকার হয়েছেন, তাদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে না আনলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের আশঙ্কা রয়েছে।

এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *