আব্দুর রশিদ, সাতক্ষীরা:
দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশাশুনি প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলা সড়কে এ মানববন্ধন হয়।
আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি. এম. আল ফারুকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি জি. এম. মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস. এম. আহসান হাবিব, সাধারণ সম্পাদক এস. কে. হাসান, সদস্য রাবীদ মাহমুদ চঞ্চল, বিএম আলাউদ্দীন প্রমুখ।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যেন আর কোনো সাংবাদিক অপরাধী চক্র বা সন্ত্রাসীদের হামলার শিকার না হন—সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।