সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে টেকনাফের কর্মরত সাংবাদিকরা

মোঃ সোহেল:

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবিতে টেকনাফ প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকাল ৪টার দিকে টেকনাফ প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে থানার সংলগ্ন প্রেসক্লাবের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

টেকনাফ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ প্রেসক্লাবের সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফী, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি ও প্রেসক্লাবের সদস্য গিয়াস উদ্দিন ভূলু, টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি আমান উল্লাহ আমান, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য জিয়াবুল হক, টেকনাফ সাংবাদিক ফোরামের নির্বাহী সভাপতি মাওলানা জুবাইর, টেকনাফ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কায়ছার জুয়েল, জি টিভির প্রতিনিধি মোঃ সোহেল, সাংবাদিক মিজানুর রহমান মিজান, ইব্রাহীম মাহমুদ, টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ, সংবাদকর্মী মো. ইমন, সাংবাদিক নুর হাকিম আনোয়ার, ছৈয়দুল আমিন চৌধুরী, আকতার হোসেন হিরো, হাবিবুল ইসলাম হাবিব, এমএ হাসান, মো. শহীদুল্লাহ, নুরুল আলম, মোস্তাক, তোফায়েল বিন আজাদ, মো. ফারুক, কেফায়েত উল্লাহ, তৌহিদ উদ্দিন, নবীর আলী প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *