সাংবাদিক হত্যার প্রতিবাদে সড়কে নাগরপুর প্রেসক্লাব

নাগরপুর  প্রতিনিধি:

গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ ও বিচারের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে টাঙ্গাইল–আরিচা মহাসড়কের উপজেলা গেটের সামনে নাগরপুর প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে এতে অংশ নেন। মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল। সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবু বকর সিদ্দিক, আব্দুল আলিম, কায়কোবাদ মিয়া ও তোফাজ্জল হোসেন তুহিনসহ অনেকে। বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা গোটা দেশের জন্য আতঙ্কের বিষয়। এই নৃশংস হত্যাকাণ্ড কেবল একজন সাংবাদিকের জীবন কেড়ে নেয়নি, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর ভয়ঙ্কর আঘাত হেনেছে।

বক্তারা আরও বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা চাঁদাবাজ, সন্ত্রাসী ও প্রভাবশালীদের হুমকি এবং হামলার শিকার হচ্ছেন। এভাবে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা উপেক্ষা করা হলে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও তথ্যের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকরা একসুরে ঘোষণা দেন—কোনোভাবেই এই হত্যাকাণ্ডের বিচারহীনতা মেনে নেওয়া হবে না। তারা প্রতিশ্রুতি দেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *