আব্দুর রশিদ, সাতক্ষীরা:
আশাশুনি প্রেস ক্লাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন মতবিনিময় সভা করেছেন। শনিবার দুপুর ২টায় প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সভাপতি জি. এম. আল ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস. কে. হাসানের সঞ্চালনায় সভায় ওসি সামসুল আরেফিন বলেন, “আমি থানার দায়িত্ব গ্রহণের পর থেকে ডিপার্টমেন্টের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করে আসছি। কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি বা কর্মে অবহেলা সহ্য করা হবে না। থানাকে সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কোনো দালালের প্রয়োজন নেই। দিন-রাত ২৪ ঘণ্টা আপনাদের যেকোনো প্রয়োজনে থানায় আসতে পারেন। প্রয়োজন হলে যে কোনো সময় মোবাইলে কথা বলতে পারেন। কোনো ঘুষের প্রয়োজন নেই, বিনা টাকায় যেকোনো ব্যক্তি কাজ সম্পন্ন করতে পারবেন।”
এসময় প্রতিষ্ঠাতা সভাপতি জি. এম. মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস. এম. আহসান হাবিব, সহ-সভাপতি আ. আলিম, সচ্চিদানন্দ দে সদয় প্রমুখ বক্তব্য রাখেন।