সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

মোহাম্মদ হোসেন সুমন: 

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি। গতকাল (শনিবার) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা দেশের গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তব্য রাখেন:
জেলা প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ হামিদ হোসেন এরশাদ
মোহনা টিভির প্রতিনিধি আমানুল হক বাবুল
চ্যানেল এস-এর আয়েজ রবি
নিউজ ২৪-এর মোঃ আজিম নিহাদ
জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম
সহ-সম্পাদক মিজানুর রহমান
অর্থ সম্পাদক নাছিমা আক্তার
দপ্তর সম্পাদক শওকত আলম
সহ-অর্থ সম্পাদক রতন দ্যা
প্রচার সম্পাদক মোঃ হোসেন (সুমন)
সদস্য শেখ আহমদ, আরাফাত সিকদারসহ জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি:
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-পাঠাগার সচিব ও জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি।
সভা সঞ্চালনা করেন সাংবাদিক সিরাজুল ইসলাম আজাদ।

বক্তাদের প্রধান দাবি:

  • হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দ্রুত বিচার সম্পন্ন

  • সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়ন

  • তদন্তে স্বচ্ছতা বজায় রাখা

  • নিহত তুহিনের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও সহযোগিতা

সাংবাদিকদের ওপর হামলার বিরুদ্ধে এ ধরনের প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে বলেও ঘোষণা দেন আয়োজকরা।

Ask ChatGPT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *