বাহাউদ্দীন তালুকদার:
বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়ে ট্রাফিক পুলিশের ডাম্পিং ইয়ার্ডে আটক মোটরসাইকেল ছাড়ানোর জন্য জালিয়াতির আশ্রয় নেওয়ায় মোহাম্মদ রমজান আলী (২১) নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঘটনা শুরু হয় গত শনিবার (২ আগস্ট ২০২৫) যখন বৈধ কাগজপত্র না থাকায় রমজান আলীর মোটরসাইকেল আটক করে ট্রাফিক মিরপুর বিভাগ এবং সেটি ডাম্পিং ইয়ার্ডে রাখা হয়। পরে রমজান আলী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া রেকার স্লিপ ও ডাম্পিং স্লিপ তৈরি করে রবিবার (১০ আগস্ট) মোটরসাইকেল ছাড়াতে ডাম্পিং ইয়ার্ডে যান।
সোমবার (১১ আগস্ট) দুপুরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিরপুর বিভাগ, ডিএমপি মো. বিলাল হোসাইন স্বাক্ষরিত আদেশে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬-এর ৭৫ ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৪৬৫ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ডাম্পিং ইয়ার্ডে কর্তব্যরত ইনচার্জ পুলিশ সার্জেন্ট রেহেনা পারভিন প্রথমে স্লিপের অসঙ্গতি লক্ষ্য করেন। তিনি দেখতে পান, কাগজপত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর ও সিল জাল করা হয়েছে। বিষয়টি রেকার ইনচার্জ হুমায়ুন কবিরকে জানানোর পর তাৎক্ষণিকভাবে রমজান আলীকে আটক করা হয় এবং জাল কাগজপত্র জব্দ করা হয়।
এরপর পুলিশ সার্জেন্ট রেহেনা পারভিন, সার্জেন্ট হুমায়ুন কবির, সার্জেন্ট জাকারিয়া এবং সার্জেন্ট পান্না ট্রাফিক মিরপুরের ডিসি গৌতম কুমার বিশ্বাসের নির্দেশে আসামিকে আদালতে হাজির করেন। আদালত ঘটনাটি শোনার পর দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন।