ওসি সাতকানিয়ার অভিযানে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার

কামরুল ইসলাম, চট্টগ্রাম:

ওসি সাতকানিয়ার নেতৃত্বে একটি সফল অভিযানে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ওসির সঙ্গে ছিলেন সাহসী ও চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার এসআই (নিঃ) মোহাম্মদ জহির আমিন।

ঘটনাস্থল ছিল সাতকানিয়া থানাধীন কেওঁচিয়া ইউনিয়নের খুনীবটতল সাকিনের জনার কেওঁচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার গেইটের পশ্চিম পাশে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর। সময় ছিল ১১ আগস্ট ২০২৫, রাত ০৩:৫৫।

গ্রেফতারকৃত আসামীরা হলো:
১। মোঃ জোবায়ের (৩০), পিতা: মৃত নুরুল ইসলাম, ঠিকানা: স্থায়ী – লেদা, ক্যান্টনমেন্ট, ডি ব্লক, হ্নিলা ইউপি, উপজেলা/থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, যার কাছ থেকে পাওয়া যায় ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট।
২। নুর ছৈয়দ (২০), পিতা: মোহাম্মদ ছৈয়দ, ঠিকানা: ক্যাম্প নং-২৪, ব্লক-ই, LMH লেদা ক্যাম্প, হ্নিলা ইউপি, ০৮ নং ওয়ার্ড, উপজেলা/থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, যার কাছ থেকেও ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *