এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনায় বাচ্চাদের জন্য নকল কোমল পানীয় ও জুস তৈরির আড়ালে যৌন উত্তেজক সিরাপ তৈরিসহ বাজারজাত করে চলছে “ইহান ফুড অ্যান্ড বেভারেজ” নামের অনুমোদনহীন এই ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে বিএসটিআই-এর সিল ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের জুস, কোমল পানীয় এবং যৌন উত্তেজক সিরাপের নামে মোড়ক হুবহু নকল করে পণ্য তৈরি ও অবাধে বাজারজাত করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১০ আগস্ট ২০২৫ ইং) বিকেলে পৌরসভার হারং সানারপাড় এলাকার জসীমুজ্জামান ভূঁইয়ার বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চান্দিনা ক্যাম্প কমান্ডার মেজর বরকতউল্লাহ আহমেদ মাহমুদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে প্রায় ৫,০০০ বোতল ভেজাল কোমল পানীয়, ৫,০০০ বোতল ভেজাল লাচ্ছি, ৫,০০০ বোতল ভেজাল ফ্রুটো, ৪,০০০ বোতল যৌন উত্তেজক জিনসিং, ২০ ঘন চিনি, ২০ কেজি রাসায়নিক রং, ১০ কেজি মিশ্রি, ২০ কেজি স্যাকেরিন, ৩০ কেজি লিকুইড জেলি, ৩,০০০ বোতল ভেজাল ড্রিংকো এবং এসব ভেজাল পণ্য তৈরির মেশিন জব্দ করে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়।
এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং চান্দিনা থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা সদর থানার বাগিচাগাঁও এলাকার কামাল হোসেনের ছেলে মোঃ খাইরুল ইসলাম অপু (৩৩) ও মজিবুর রহমানের ছেলে মোঃ আল আমিন (৩০)।