কামরুল ইসলাম:
লোহাগাড়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে নিজাম সিকদার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় দেশীয় তৈরি তিনটি এলজি, একটি পিস্তল, চার রাউন্ড অ্যামুনিশন, পাঁচ রাউন্ড কার্তুজ, চারটি রামদা, ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচ লিটার চোলাইমদ জব্দ করা হয়।
রবিবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহারিয়ার কবিরের নেতৃত্বে যৌথ বাহিনী বড়হাতিয়া ইউনিয়নের হরিনাঘোনা এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত নিজাম সিকদার ওই এলাকার আকতার কামাল সিকদারের পুত্র।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি, ইয়াবা, মদ এবং অন্যান্য সামগ্রীসহ নিজামকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।
ওসি আরিফুর রহমান জানান, নিজাম সিকদার বড়হাতিয়ার কুখ্যাত ডাকাত তৌহিদ গ্রুপের সক্রিয় সদস্য। যৌথ বাহিনী অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে এবং তৌহিদ গ্রুপের এই সদস্যকে আটক করে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু হয়েছে।