মোঃ আনজার শাহ:
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে উপজেলা রাজনীতিতে উত্তাপ বেড়েছে। সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাঁর প্রার্থিতা ইতিমধ্যেই আলোচনায় এসেছে।
ফরম সংগ্রহের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর প্রতি সমর্থন জানিয়ে সরাসরি পোস্ট করেছেন সাবেক কারা নির্যাতিত ছাত্র নেতা ইরফানুল হক পাটোয়ারী। নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে তিনি লেখেন—
“মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আমরা আপনাকে উপজেলা সভাপতি হিসেবে পাবো। ইনশাআল্লাহ।”
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, ইলিয়াস পাটোয়ারীর প্রার্থী হওয়ায় আসন্ন সম্মেলনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। অনেকেই আশা করছেন, তাঁর নেতৃত্বে সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল ও শক্তিশালী হবে।
স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ সূত্র বলছে, ইলিয়াস পাটোয়ারী দলীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থেকে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। তিনি সবসময়ই দলীয় সংকটময় মুহূর্তে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং সাধারণ কর্মীদের পাশে থেকেছেন।
উপজেলার রাজনীতিতে এখন মূল আলোচনার বিষয়— কে হচ্ছেন বিএনপির আগামী সভাপতি? তবে ইলিয়াস পাটোয়ারীর পক্ষে প্রকাশ্যে সমর্থন জানানোয় তাঁর অবস্থান যে আরও মজবুত হয়েছে, তা রাজনৈতিক মহল একবাক্যে স্বীকার করছে।