ধর্মভিত্তিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

স্বাধীন সংবাদ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

বুধবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই। নকশা বহির্ভূত ভবন নির্মাণের কারণে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।

রিজভী আরও বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে এসব অপপ্রচার একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে। এছাড়া রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুইজনকে মব হামলার মাধ্যমে হত্যার ঘটনাও নিন্দনীয়। তিনি এ ধরনের অপরাধকে “মব ক্যান্সারের মতো” আখ্যা দিয়ে বলেন, আইন এমন হওয়া উচিত যাতে কেউ নিজের হাতে আইন তুলে নেয়ার সাহস না পায়।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের আমলে ফারমার্স ব্যাংক থেকে প্রায় ২ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এখন তা পদ্মা ব্যাংকে রাখা হলেও কোনো হদিস নেই। এই অর্থ উদ্ধারে সরকারকে আন্তরিক হতে হবে।

রিজভী পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির জন্য দেশের মানুষ এখনও প্রস্তুত নয় উল্লেখ করে বলেন, এই দাবি জটিলতা সৃষ্টি করছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার ঢাকাসহ সারাদেশে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এতে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের জন্যও দোয়া করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *