বান্দরবানে মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত

কামরুল ইসলাম: 

১২ আগস্ট ২০২৫, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের আইনগত ও মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ম্যা ম্যা নু এবং এ্যাডভোকেট মাধবী মার্মা, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

অনুষ্ঠানে পুলিশ সুপার উপস্থিত ভিকটিম ও তাদের পরিবারের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন একটি সামাজিক ব্যাধি, যা শুধু ভিকটিমের জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং পরিবার ও সমাজের সার্বিক শান্তি ও নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে। তাই এই সমস্যা মোকাবেলায় আমাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎক্ষণিক।

তিনি আরও বলেন, বান্দরবান পার্বত্য জেলার প্রতিটি থানায় নারী ও শিশু সহায়তা ডেস্ক চালু রয়েছে, যেখানে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যরা ভিকটিমদের অভিযোগ গ্রহণ, প্রাথমিক আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করেন। ভিকটিমরা যেন ভয়ের পরিবেশ নয়, বরং নিরাপদ ও আস্থার পরিবেশে তাদের কথা বলতে পারেন—এটাই আমাদের লক্ষ্য।

পুলিশ সুপার সকলকে আহ্বান জানান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে একযোগে কাজ করার জন্য। তার মতে, শুধুমাত্র আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধই পারে এ অপরাধ নিয়ন্ত্রণে আনতে।

অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পরিষদের সদস্য, সাংবাদিক এবং ভিকটিম পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *