বোয়ালখালী আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত

প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:

সারাদেশের ন্যায় বোয়ালখালীতে ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা, সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক এবং অন্যান্য নেতৃবৃন্দ।

পরে বর্ণাঢ্য যুব র‌্যালি অনুষ্ঠিত হয়। এটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদমিনার প্রাঙ্গণে এসে সমাপ্তি হয়।

এ বছর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল— “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”। জুলাই গণঅভ্যুত্থান-উত্তর তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তি-নির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত রয়েছে। যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার।

জুলাই গণঅভ্যুত্থানের ন্যায় বৈষম্য ও অন্যায়ের প্রতিরোধযুদ্ধে বিজয়ী যুব সমাজকে যুব উন্নয়ন অধিদপ্তর আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানবসম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে বছরে প্রায় ২ লক্ষ যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত করছে।

প্রতি বছরের ন্যায় এ বছরেও যুব কার্যক্রমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ জাতীয় যুব দিবসে যুব পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *