মনপুরায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

মোঃআব্দুল গফুর সিকদার:

ভোলা জেলার মনপুরা উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর সাংগঠনিক সম্পাদক মোঃ সুজা উদ্দিন সুজন (৪৫)–কে পুলিশ এ্যাসাল্ট মামলায় গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় তাকে ঈশ্বরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ সুজা উদ্দিন সুজন ০১ নং মনপুরা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তিনি মৃত সৈয়দ আহম্মদের ছেলে

মনপুরা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইন-চার্জ আহসান কবির গণ-মাধ্যমকে জানান, মোঃ সুজনের বিরুদ্ধে চলমান একটি পুলিশ এ্যাসাল্ট মামলার ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। আজ সকাল ১১টায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় এবং আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মোঃ সুজা উদ্দিন সুজন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ এবং স্বেচ্ছাসেবক লীগের একজন সক্রিয় সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।গ্রেপ্তারকৃত ঘটনাটিকে ঘিরে এলাকায় নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ এবং আইনের প্রতি সকলেরই সমান দায়িত্ব ও কর্তব্য রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *