আবদুল আজিজ:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাণিজ্যিক উপশহর কেরানীহাটে ১২ই আগস্ট দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত দফায় দফায় বিভিন্ন রেস্টুরেন্ট, কাঁচাবাজার ও বান্দরবান জেলা ১ম এক কিলোমিটার সড়কে যানবাহন নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে অবৈধ পার্কিং উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন হোটেল এন্ড রেস্তোরাঁয় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পচা-বাসি দূর্গন্ধযুক্ত খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাঘর স্থাপন, হোটেল-রেস্তোরাঁর ময়লা উন্মুক্ত স্থানে ফেলা, নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আল-আকসা রেস্টুরেন্টকে ২০,০০০/- টাকা, মেহফিল রেস্টুরেন্টকে ২০,০০০/- টাকা, আল ঈশান রেস্টুরেন্টকে ২০,০০০/- টাকাসহ মোট ৬০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া কেরানীহাট কাঁচাবাজারে মূল্য তালিকা নিশ্চিতকরণে অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন মাছ, মাংস, ফলের দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি গরুর মাংস ৭৫০ টাকা মূল্যে নির্ধারণও করা হয়।
এদিকে কেরানীহাট বান্দরবান জেলা ১ম এক কিলোমিটার সড়কে যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ অভিযানে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিনের নেতৃত্বে যত্রতত্র ঝুঁকিপূর্ণ পার্কিং উচ্ছেদসহ সকলের উদ্দেশ্যে সতর্কতা, সড়ক উন্মুক্ত রাখা এবং ভবিষ্যতে এ ধরনের দিনের পর দিন পার্কিং না করার নির্দেশনা প্রদান করা হয়। অবৈধ পার্কিংয়ে জরিমানাও আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নবনির্বাচিত সভাপতি মাস্টার জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোরশেদুল আলমসহ সকল নবনির্বাচিত সদস্যগণ।
অভিযান চলাকালে সাতকানিয়া থানা পুলিশ, কেরানীহাট পুলিশ বক্সে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও আনসার সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।