কামরুল ইসলাম:
চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ৫৫তম সীরতুন্নবী (সঃ) মাহফিলের সর্ববৃহৎ প্রস্তুতি সভা। সভায় বক্তারা মাহফিলের সুষ্ঠু বাস্তবায়ন এবং প্রচার প্রসারে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
প্রস্তুতি সভায় বক্তারা উল্লেখ করেন, হযরত শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রাহঃ) প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিল ১৯৭২ সাল থেকে প্রতি বছর ১১ রবিউল আউয়াল থেকে ২৯ রবিউল আউয়াল ধারাবাহিকভাবে আয়োজন করা হয়ে আসছে। কোরআন ও হাদিসের আলোকে মাহফিলের উদ্দেশ্য মহান আল্লাহর রহমত প্রচার এবং শাহ সাহেব কেবলার কারামত জনসম্মুখে উপস্থাপন করা।
সভায় বক্তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন মার্কেট ও বণিক সমিতির সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে মাহফিলের প্রচার ও প্রসারের আহ্বান জানান। এছাড়াও, চুনতির বয়সভিত্তিক ক্লাবগুলোর অসামান্য সহযোগিতায় সভার আয়োজনে ব্যাপক সাফল্য অর্জন হয়েছে।
সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন এএইচএম শাকিল এবং আকরাম হাদী। হামদ পরিবেশন করেন মাবরুর হোসাইন ছিদ্দিকী। সভার সভাপতিত্ব করেন শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক মু. ইবনে দিনার নাজাত, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চুনতি আনজুমান ই ইখওয়ান ত্বরিকতের খলিফা মুযায, শাহী জামে মসজিদের খতিব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, চবি আরবি ও সাহিত্যের প্রফেসর ডঃ আকম আব্দুল কাদের, চবি ইসলামিক স্টাডিজ প্রফেসর ড. এনামুল হক, অর্থোপেডিক সার্জন ডাঃ মাহমুদুর রহমান, মোতোয়াল্লী কমিটির যুগ্ম সম্পাদক ইসমাঈল মানিক, তোলাবায়ে সাবেকিন সাধারণ সম্পাদক অলিউদ্দিন মোহাম্মদ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও মোতোয়াল্লী সদস্য আবদুল বাসেত দুলাল, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসাইন, মোতোয়াল্লী কমিটির কোষাধ্যক্ষ ইদ্রিস মিনহাজ, প্রস্তুতি সভার সমন্বয়ক কাজী আরিফ, মাওলানা সফওয়ান আজহারী, বড় হাতিয়া ইউনিয়ন-এর সাবেক চেয়ারম্যান এম.ডি জুনায়েদ প্রমুখ।
আবু দাউদ মুহাম্মদ শাহ শরীফের দরাজ গলায় মিলাদ ও কিয়ামের পর মুনাজাত পরিচালনা করেন মাওলানা জাফর সাদেক নিয়াজি।
উল্লেখ্য, ৫৫তম সীরতুন্নবী (সঃ) মাহফিল আগামী ৪ সেপ্টেম্বর উদ্বোধন হয়ে ২২ সেপ্টেম্বর দিবাগত রাত আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে, ইনশাআল্লাহ।