শিশু স্বাস্থ্যের উন্নয়নে মাতৃদুগ্ধ অপরিহার্য: বাংলাদেশ নিওনেটাল ফোরাম

মোঃ আনজার শাহ: 

শিশুর সুস্থ বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মায়ের দুধের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিওনেটাল ফোরামের (বিএনএফ) নেতৃবৃন্দ। একই সঙ্গে মাতৃদুগ্ধের বিকল্প দুগ্ধপণ্যের অনিয়ন্ত্রিত ব্যবহার রোধে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।

আজ বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. মোঃ মজিবুর রহমান।

তিনি বলেন, “জন্মের পর শিশুকে প্রথম ঘণ্টার মধ্যেই মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। এটি শুধু শিশুর শারীরিক বিকাশ নয়, মায়েরও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে।” মাতৃদুগ্ধের বিকল্প পণ্যের বিজ্ঞাপন ও বিক্রি নিয়ন্ত্রণে সরকারের আইন রয়েছে উল্লেখ করে তিনি এর কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়নের খুরশিদ আলম, দৈনিক কালবেলার ডেপুটি এডিটর দিপংকর লাহিড়ী এবং দৈনিক যায় যায় দিনের বিশেষ প্রতিনিধি এ কে এম সাখাওয়াত হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিওনেটাল ফোরামের উপদেষ্টা অধ্যাপক সুফিয়া খাতুন, বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সভাপতি অধ্যাপক লায়লা আর্জুমান্দ বানু, বিএনএফ-এর প্রাক্তন সভাপতি অধ্যাপক মোঃ মনির হোসেন, প্রাক্তন সভাপতি অধ্যাপক তাহমিনা বেগম, বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির মহাসচিব অধ্যাপক মোঃ আব্দুল মান্নান এবং সেফটি কল্যাণ রিসার্চ ফোরামের অধ্যাপক মোঃ মাহবুবুল হক।

অনুষ্ঠানে বক্তারা মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *