সোনারগাঁয়ে পানিবন্দী অসহায় দুঃস্থ মানুষের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

‎‎মোঃ আল-আমীন: 

‎নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের সোনারগাঁ উপজেলা সাদীপুর ইউনিয়ন এলাকা পরিদর্শন ও পানিবন্দী অসহায় দুঃস্থ ২০০ মানুষের মাঝে শুকনা খাদ্য বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের সোনারগাঁ উপজেলা সাদীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন এবং অতিবৃষ্টির ফলে পানিবন্দী অসহায় দুঃস্থ মানুষের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করেন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রমজান আলী প্রধান।

‎ভারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা সোহাগ ঘোষ।

তাছাড়া সাদীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সিনিয়র সহ-সভাপতি আলামগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আমান উল্যাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, স্থানীয় ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি সেরাজল হক, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ৫নং ওয়ার্ড বিএনপি সম্পাদক মো. মিয়া, স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল আল ফয়সাল, নারায়ণগঞ্জ জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য আবু তালহা সরকার, সাদীপুর ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল, সম্পাদক লুৎফরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার শতশত জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *