প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:
গোমদন্ডী আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো “উন্নয়নের বাতি ঘর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর”, যার মূল লক্ষ্য সকলের জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া।
সকাল সাড়ে দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নাজির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির সংবাদ কর্মী ও এস,বি নিউজ ২৪ টিভির বার্তা সম্পাদক মোহাম্মদ শাহ আলম বাবলু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ ওসমান।
সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। একাধিক অভিভাবক তাদের বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই ধরনের আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তারা বলেন, এই ধরনের সমাবেশ শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে এবং একে অপরের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে।
প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান শিক্ষানীতি ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি বলেন, “শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো”—এই স্লোগান বাস্তবায়নে শিক্ষক-অভিভাবকদের যৌথ প্রচেষ্টা অপরিহার্য। এছাড়াও শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নে মায়েদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
প্রধান শিক্ষক নাজির আহমেদ সমাবেশে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এবং ঝরে পড়া রোধে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।