ওসি আফতাবের নেতৃত্বে দুর্ধর্ষ অভিযান, অস্ত্র আইনের মামলায় দুই আসামি গ্রেফতার

কামরুল ইসলাম:

চট্টগ্রামের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাবের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্র আইনের মামলার সঙ্গে জড়িত দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে অংশ নেয় বন্দর থানার একাধিক চৌকস টিম, যারা বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

প্রথম অভিযানে, মামলার আসামি মোঃ ইরান বাদশা (২৪)-কে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অত্র মামলার ঘটনায় জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। ১৪ আগস্ট ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে হালিশহর থানাধীন ছোটপুল এলাকার নাবালক মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পরবর্তীতে দ্বিতীয় অভিযানে, মামলার আরেক আসামি নুরুল ফায়েজ পিয়াল ওরফে নুরাল ফায়েজ পিয়াল (২৮)-কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তিনিও একই মামলার ঘটনায় সরাসরি জড়িত এবং তার বিরুদ্ধেও পর্যাপ্ত প্রমাণ রয়েছে। ১৪ আগস্ট ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে বন্দর থানাধীন মধ্যম হালিশহর ধুপপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিদ্বয় বন্দর থানায় দায়েরকৃত মামলা নং-১২, তারিখ-১২/০৮/২০২৫ ইং, ধারা—১৯৭৮ সনের অস্ত্র আইনের ১৯(এফ) এর আওতায় আসামি। গ্রেফতারের পর তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসি আফতাবের নেতৃত্বে এ ধরনের সুনির্দিষ্ট তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *