বগুড়ায় অনলাইন জুয়ার পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক খুন, কিশোর গ্রেপ্তার

আব্দুর রহিম জয়, বগুড়া:

বগুড়ায় অনলাইন জুয়ার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মো. রাসেল (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে এক কিশোর। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল একই এলাকার মো. আবু বক্করের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় কিশোর সিয়াম রাসেলকে ঘুম থেকে ডেকে বাড়ির সামনে নিয়ে যায়। কথা কাটাকাটির একপর্যায়ে সিয়াম রাসেলের বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ঢাকায় পালানোর পথে বনানী এলাকা থেকে পুলিশ সিয়ামকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে সে। পরে তার দেখানো স্থান থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ধারালো চাকু।

পুলিশ জানায়, অনলাইনের একাধিক অ্যাপসে একসঙ্গে জুয়া খেলতেন রাসেল ও সিয়াম। এক মাস আগে খেলায় সিয়ামের কাছে পাওনা ২২ হাজার টাকা দাবি করেন রাসেল। এ নিয়েই বিরোধের সূত্রপাত হয় এবং শেষ পর্যন্ত ঘটে হত্যাকাণ্ড।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *