গভীর রাতে বন্দর থানায় পুলিশের উপর হামলা, অবশেষে মামলা

কামরুল ইসলাম: 

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় গভীর রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এতে মোট ৫৮ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে বন্দর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতির নেতৃত্বে মিছিল হয়েছে। তার নেতৃত্বে পুলিশের ওপর হামলা হয়েছে। হামলায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা অংশ নেন। আমরা যাদের গ্রেপ্তার করেছি তাদের বেশিরভাগই আওয়ামী লীগের সদস্য। অন্য আসামিদের ধরতে পুলিশ ও সেনাবাহিনীর টিম মাঠে আছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের ভাষ্য মতে, সোমবার (১১ আগস্ট) রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে আওয়ামী লীগের মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে দলটির নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। এসময় এসআই আবু সাঈদ রানা দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *