মাহমুদা আক্তার নাঈমা:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম কর্তৃক উদ্বোধন করা হলো বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকালে উপাচার্যের কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ল্যাপটপের বাটনে ক্লিক করে নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তিনি।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যেকোনো প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রচারমাধ্যম। একটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, একাডেমিক, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাথমিক ধারণা পাওয়া যায় ওয়েবসাইট থেকে। বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়েও এর ভূমিকা রয়েছে। তাই গুরুত্বের সাথে বিবেচনা করে আমরা নতুন ওয়েবসাইটটি আধুনিকভাবে তৈরি করেছি।”
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. আলী আজগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মুহাম্মদ একরামুল হক, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মোহসিনা সুলতানা ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার রকিবুল ইসলাম রাকিব।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগের ওয়েবসাইটটি ছিল পুরোনো ও আধুনিক সুবিধাবঞ্চিত। নতুন ওয়েবসাইটটি তথ্যসমৃদ্ধ, দৃষ্টিনন্দন এবং সর্বাধুনিক প্রযুক্তি-সুবিধা সম্বলিত। ওয়েব ঠিকানা (www.jkkniu.edu.bd) অপরিবর্তিত রয়েছে।
এছাড়াও প্রতিটি বিভাগ ও দপ্তরের তথ্য হালনাগাদে একজন করে অ্যাডমিন নিয়োগ, প্রত্যেক শিক্ষক ও কর্মকর্তাকে (নিজ নিজ তথ্য হালনাগাদ করতে) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে আইডি ও পাসওয়ার্ড নেওয়ার অনুমতি প্রদান এবং নতুন ওয়েবসাইটের সার্বিক তত্ত্বাবধান বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল করবে বলে জানা গেছে।