কামরুল ইসলাম:
বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) ১২ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দে লামা থানা, লামা থানাধীন ফাইতং পুলিশ ফাঁড়ি এবং আজিজ নগর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি থানা, ফাঁড়ি ও ক্যাম্পের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, চিকিৎসা সেবা এবং বিশুদ্ধ পানি ব্যবহারের বিষয়গুলো নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
পুলিশ সুপার সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবা করার নির্দেশ দেন। পাশাপাশি কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বৃদ্ধির পরামর্শ দেন এবং জনগণ যাতে যথাযথ পুলিশি সেবা পায় তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে বান্দরবান পার্বত্য জেলার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।