চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব খোন্দকার মাহমুদুল হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কফিল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনীতিবিদদের হাতে সৌজন্য কপি তুলে দেন দৈনিক স্বাধীন সংবাদের সাতকানিয়া উপজেলা প্রতিনিধি।
১৪ আগস্ট, বৃহস্পতিবার সকালে সাতকানিয়া উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ সবার হাতে দৈনিক স্বাধীন সংবাদের সৌজন্য কপি তুলে দেন।
সৌজন্য কপি গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন দৈনিক স্বাধীন সংবাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন। তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ঘটনা ও দুর্ঘটনার খবর প্রচারের মাধ্যমে সংবাদকর্মীরা মহান পেশার দায়িত্ব পালন করলে দেশ, জাতি ও এলাকার মানুষ উপকৃত হবে।
এ সময় উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা উত্তর সাতকানিয়া (সাঙ্গু) থানা আমীর জনাব মাষ্টার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্মপরিষদের সদস্য ডা. আব্দুল জলিল, দৈনিক সংগ্রাম পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আবুল বশর, কালিয়াইশের সমন্বয়ক সদস্য হাসান, আশ শেফা স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল জনাব ইউসুফ, একুশে সংবাদ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোরশেদুল আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি কাসেমসহ অন্যান্য রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।