কক্সবাজার স্টাফ রিপোর্টার
কক্সবাজারের অন্যতম প্রধান পর্যটন এলাকা সুগন্ধা পয়েন্টে রাতে অন্ধকারের সুযোগ নিয়ে একদল প্রভাবশালী দখলবাজ সিন্ডিকেটের দ্বারা জবরদখলের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই চিহ্নিত চক্রটি সুগন্ধা পয়েন্টের পরিবেশ ও পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত করে নানা অপতৎপরতায় লিপ্ত।
এই দখলবাজ চক্র শুধু যে জায়গা দখল করছে তা-ই নয়, তারা পর্যটকদের চলাফেরার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করছে এবং এলাকার সার্বিক সৌন্দর্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এতে দেশি-বিদেশি পর্যটকদের মাঝে আতঙ্ক ও অস্বস্তি তৈরি হচ্ছে, যা পর্যটন শিল্পের জন্য হুমকিস্বরূপ।
এই চিহ্নিত দখলবাজদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। পর্যটন এলাকা হিসেবে কক্সবাজারের নিরাপত্তা, সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের আরও জোরালো পদক্ষেপ গ্রহণ একান্ত প্রয়োজন।
সুন্দর কক্সবাজার, নিরাপদ কক্সবাজার — তা নিশ্চিত করতে দখলবাজদের বিরুদ্ধে এখনই একশন দরকার!