গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ও আনোয়ারের উপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মানববন্ধন

মোঃ মুজাহিদুল ইসলাম: 

গাজীপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও সাংবাদিক মোঃ আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে থেঁতলে মারাত্মকভাবে আহত করে সন্ত্রাসীরা। তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে এবং সাংবাদিক আনোয়ার হোসেনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাশাপাশি, সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদ জানানো হয়।

১৩ আগস্ট বুধবার সকাল ১১টায় গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে কোনাবাড়ী থানা প্রেসক্লাব, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি ও গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাব।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খান, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল ওয়াহাব রিংকো, কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাহ উদ্দিন আহমেদ, গাজীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম রানা এবং গাছা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফ। গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের প্রচার সম্পাদক মাহবুব আলম জুয়েল। এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, তুহিন হত্যা মামলার সমস্ত গ্রেফতারকৃত আসামির দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান হামলা, হত্যাকাণ্ড, গুম ও মিথ্যা মামলায় হয়রানি বন্ধের জন্য সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা।

মানববন্ধনে গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *