কামরুল ইসলাম, লোহাগাড়া:
দীর্ঘদিন পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া ও সদস্য সচিব হেলাল ভাইয়ের নেতৃত্বে লোহাগাড়া ও সাতকানিয়ার তৃণমূল নেতাকর্মীরা ঐক্যের নতুন সূচনা করেছেন।
লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদকসহ শীর্ষ নেতারা অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এতে লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী, সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র সদস্য নাজমুল মোস্তফা আমিন, সাবেক সদস্য সচিব সাতজাদ মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন চৌধুরী (সোহেল) এবং সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ফজলুল কবির ফজলু উপস্থিত ছিলেন।
তৃণমূল নেতাকর্মীরা জানান, ৫ আগষ্টের পর বিএনপির গ্রুপিংয়ের কারণে একটি রাজনৈতিক দল, দরবেশ বাবার নেতৃত্বে, অবৈধ বালু উত্তোলন, মাটি কাটা এবং ব্যবসায়ীদের উপর মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল। তবে ইদ্রিস মিয়া ও হেলালের ডাকে সাড়া দিয়ে লোহাগাড়া উপজেলা বিএনপির শীর্ষ নেতারা এক মঞ্চে ও এক টেবিলে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করেছেন।
এতে ওই ষড়যন্ত্রকারী দলের দরবেশ বাবার কার্যক্রম শেষ হয়েছে এবং লোহাগাড়া উপজেলা বিএনপির মধ্যে আর কোনো গ্রুপিং নেই। সাধারণ মানুষও দরবেশ বাবার হাত থেকে সুরক্ষা পাবে। এছাড়া সিনিয়র নেতাদের কাছে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভবিষ্যতে দরবেশ বাবার নেতৃত্বে কোনো মায়ের সন্তানের উপর হামলা বা মামলা দেওয়া যাবে না।