গাজীপুরের পূবাইলে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারার অভিযোগ

খসরু মৃধা: 


গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকায় পুকুর পাড়ের জালের বেড়া ভেঙে ফেলা ও পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারার অভিযোগ উঠেছে।

পূবাইল থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ১৫/০৮/২০২৫ ইং দুপুর ০১.৩০ ঘটিকার সময় পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকায় বাদী মোঃ আজহারুল ইসলাম (৫৭), পিতা মৃত আনছার আলী, এর বাড়ির সামনে রাস্তার পাশের পুকুরে জাল দিয়ে বেড়া ছিল। বিবাদীগণ ১. আলম হোসেন (৩৫), পিতা মৃত ইমান আলী, ২. ইকবাল হোসেন (৪০), পিতা আবুল কাশেম গংসহ জায়গা-জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বাদী মোঃ আজহারুল ইসলামের পুকুরের চারপাশের বেড়া ভেঙে পানিতে ফেলে দেয় এবং পুকুরে বিষজাতীয় পদার্থ প্রয়োগ করে।

বিবাদীগণ পুকুরে বিষ দেওয়ার কারণে পুকুরের সকল মাছ লাফালাফি করতে থাকে। এমতাবস্থায় ১ নং ও ২ নং বিবাদীকে কারণ জিজ্ঞেস করলে বিবাদীগণ বাদী মোঃ আজহারুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারপিট করার জন্য তেড়ে আসে। এছাড়া তারা বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করে। নিরুপায় হয়ে বাদী পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

১ নং বিবাদী আলম হোসেনের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *