কাউসার আহমেদ পনির:
ডেমরা থানায় সম্প্রতি নির্মল সরকার (৬৭) নামে এক ব্যক্তি তার ছেলে শুভজিৎ সরকার (৩৮) ও পরিবারের বিরুদ্ধে ধ্বংসাত্মক হুমকি, চাঁদাবাজি ও শারীরিক নির্যাতনের অভিযোগে এজাহার দায়ের করেছেন।
নির্মল সরকার জানিয়েছেন, আসামী উম্মে রুমা শিমু (৩৫), পেশায় ইউটিউবার কথিত সাংবাদিক, তাঁর বাসার পাশে একটি বাসা ভাড়া করে অফিস খুলে রেখেছেন। আসামী তার ছেলেকে উক্ত প্রতিষ্ঠানে চাকুরি দেন। পরবর্তীতে, শুভজিৎ সরকার নিউরো পেশেন্ট হওয়ায় এবং অনৈতিক কাজের কারণে পরিবারের পরামর্শে চাকুরি ত্যাগের কথা জানান।

অভিযোগ অনুযায়ী, চাকুরি ছাড়ার বিষয়টি জানার পর আসামী বিভিন্ন হুমকি প্রদান করেন। ১৫ আগস্ট ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১টায় আসামী ডেমরা থানাধীন ডগাইর পশ্চিমপাড়া সরকারবাড়িতে এসে নির্মল সরকার ও তার পরিবারের সদস্যদেরকে ভিডিও ধারণ করতে থাকেন। বাধা দেয়ার চেষ্টা করলে, আসামী ২,০০,০০০/- টাকা চাঁদা দাবী করেন এবং দিতে অস্বীকার করলে পরিবারকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেন।
ঘটনার সময় নির্মল সরকারের মেয়ে জয়িতা সরকার (৩০) এগিয়ে আসেন, যাতে বাবাকে আসামীর কবল থেকে রক্ষা করা যায়। এ সময় আসামী তার মেয়ের চুল ধরে টানা-হেচড়া করেন, শারীরিকভাবে নির্যাতন চালান। পরিবারের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামী ঘটনাস্থল ত্যাগ করেন।
নির্মল সরকার জানান, ঘটনার পর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা শেষে থানায় বিলম্বিতভাবে অভিযোগ দায়ের করা হয়। তিনি আরও জানিয়েছেন, তার ছেলে বর্তমানে নিউরো চিকিৎসাধীন এবং এই হুমকির ফলে মানসিক ও শারীরিকভাবে পরিবার বিপর্যস্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই অভিযোগে থানায় মামলা দায়েরের মাধ্যমে পরিবারের নিরাপত্তা এবং আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যেও ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।