মোশারফ হোসেন জসিম পাঠান :
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাধীন গড়াডোবা ইউনিয়নের বিদ্যাভল্লব উচ্চ বিদ্যালয়ে ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা। বিদ্যালয়ে নির্যাতন ও অপমানের শিকার হয়ে রিয়া মনি নামের নবম শ্রেণীর এক স্কুলছাত্রী বিষপান করে মৃত্যুবরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট সকালে কালেঙ্গা গ্রামের মো. খোকন মিয়ার মেয়ে রিয়া মনি বিদ্যালয়ে গেলে দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইউসুফের সঙ্গে কথা বলতে ছাদের উপরে যায়। এ সময় বিদ্যালয়ের ঝাড়ুদার তরুণ মিয়া তাদের সন্দেহ করে বিষয়টি ছড়িয়ে দেয়। মুহূর্তেই পুরো বিদ্যালয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
পরে ঝাড়ুদার ঘটনাটি প্রধান শিক্ষক জাহাঙ্গীর স্যারের কাছে জানালে তিনি ছাত্রীর বাবাকে ডেকে আনেন। অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষক ছাত্রীর বাবার সামনেই নানা অপমানজনক কথা বলেন এবং রিয়া মনিকে বিদ্যালয় থেকে বের করে দেন।
অপমান সহ্য করতে না পেরে গত ১৪ আগস্ট রিয়া মনি নিজ বাড়িতে বিষপান করে। পরিবারের লোকজন চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে কেন্দুয়া হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় রিয়া মনির পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে মৃতার বাবা খোকন মিয়া বলেন, “আমার মেয়েকে অন্যায়ভাবে অপমান করা হয়েছে। এর সঠিক বিচার চাই।