মোঃ আনজার শাহ:
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার এবং বিএনপির সাবেক সহ-সাংস্কৃতিক সম্পাদক মনির খান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মুজাম্মেল হোসেন শাহীন।
বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন এবং তার অবদানকে স্মরণ করে বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও স্বাধীন সাংবাদিকতা রক্ষার আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা অবিলম্বে দেশনেত্রীর মুক্তি ও পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।