এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লা চান্দিনা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিকালে চান্দিনা পৌর কমিউনিটি সম্মেলন কক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সনদ ও ব্যাগ প্রদান করা হয়। এসময় ১৯টি বিদ্যালয় থেকে ১৫৩ জন, ৯টি মাদ্রাসা থেকে ১০ জন এবং ৩টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ফুল দিয়ে বরনসহ সংবর্ধিত করা হয়। চান্দিনা উপজেলায় ৩১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১৭৬ জন। তারমধ্যে চান্দিনা উপজেলায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আনিসা নূর নাবিলা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এর সভাপতিত্বে এবং চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক কাউসার হোসেনের সঞ্চালনায় বক্তৃতা দেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল-ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. মোরশেদ আলম, উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাছান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সভাপতিবৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন—শিক্ষার্থীদের একটি উন্নত ভবিষ্যতের জন্য তাদের শিক্ষার মানোন্নয়ন করা খুবই জরুরি। এর জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, উপযুক্ত পরিবেশ এবং শিক্ষার্থীদের আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা। শিক্ষার মান উন্নয়নের জন্য স্কুল শিক্ষক, শ্রেণি শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবক সকলে মিলে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি নজর রাখতে হবে। শিক্ষার্থীরা যেন সু-শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত শিখরে পৌঁছে দেশ ও জনগণের সেবা করতে পারে। এসময় তিনি সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।