দেশের স্বার্থে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া জরুরি: বদিউল আলম

স্বাধীন সংবাদ ডেস্ক:

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সরকার নির্বাচনের পক্ষে না থাকলে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। শনিবার (১৬ আগস্ট) সকালে এফডিসিতে সুষ্ঠু নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, “দেশের স্বার্থে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া জরুরি। তবে যদি সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা না যায়, তাহলে নির্বাচন পক্ষপাতদুষ্ট হবে। আবারও যদি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে।”

তিনি আরও জানান, “পুরোনো পদ্ধতিতে নির্বাচন পরিচালনা করলে আগের মতো পরিস্থিতি সৃষ্টি হবে। তাই সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনের প্রক্রিয়ায় সংস্কারের প্রয়োজন।”

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য শুধু নির্বাচন কমিশনই দায়িত্বশীল নয়। রাজনৈতিক দলগুলোর ইতিবাচক অংশগ্রহণ না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি মাঠ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করে, তবুও ইসির পক্ষে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা অসম্ভব।”

বদিউল আলম মজুমদারের এ মন্তব্য থেকে স্পষ্ট, তিনি মনে করেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে শুধু আইনগত কাঠামোই নয়, রাজনৈতিক রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সমন্বয় ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার সমন্বয় জরুরি। তিনি সংশ্লিষ্ট সকল অংশীদারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন, যাতে বাংলাদেশের জনগণ নিরাপদ ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *