আমির হোসেন, ঝালকাঠি :
ঝালকাঠির নলছিটিতে “আগামীর বাংলাদেশ সম্পর্কে তারুণ্যের ভাবনা” শীর্ষক আলোচনা সভা ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (১৬ আগস্ট) সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কে.এম আনিছুর রহমান (হেলাল খান), সরকারি নলছিটি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক সামছুল আলম খান বাহার, অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন ও প্রভাষক মো. মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অহিদুল ইসলাম অপু। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, সাবেক ছাত্রনেতা হাসিবুল ইসলাম সবুজ ও জেলা ছাত্রদলের সদস্য বেলায়েত হোসেন নান্নু।
সঞ্চালনায় ছিলেন তাইসুর খান বাপ্পি ও মো. সুপ্রিম খান। এসময় ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে জিপিএ-৫ প্রাপ্তির জন্য সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।