পিরোজপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

পিরোজপুর প্রতিনিধি:


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, আহ্বায়ক কমিটির ১নম্বর সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন।

এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন।

বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়ার শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। দেশের এই ক্রান্তিকালে তার নেতৃত্ব আরও বেশি প্রয়োজন।”

অনুষ্ঠানে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত ও আবেগঘন করে তোলে।

আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *