মোঃআনজার শাহ:
আজ শনিবার (১৬ আগস্ট) কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আদ্রা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছেন।
এ সময় ১৩ নং আদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার আবুল বাশারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা একত্রিত হয়ে সম্মেলনের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেন। স্থানীয়ভাবে উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে বরুড়ার উদ্দেশ্যে যাত্রা করেন।
নেতাকর্মীরা জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্মেলন সংগঠনকে নতুন গতি ও ঐক্যের বার্তা দেবে। তারা আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে তৃণমূল বিএনপি আরও সুসংগঠিত ও গতিশীল ভূমিকা রাখতে সক্ষম হবে।
সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।